আপনি কি পোষা প্রাণী এডপ্ট(adopt) করার কথা ভাবছেন? প্রথমেই আপনাকে ধন্যবাদ আপনার এই সিদ্ধান্তের জন্য। পোষা প্রাণী নির্বাচন করার পূর্বে আমরা কিছু গুরুত্তপূর্ণ বিষয়ে আলোচনা করতে চাই। আশাকরি আমাদের এই আলোচনা আপনার পোষা প্রাণী নির্বাচন করার ব্যাপারে সাহায্য করবে।
১। আপনি কেন পোষা প্রাণী এডপ্ট(adopt) করার কথা ভাবছেন? আপনার একাকীত্ব দূর করার জন্য? নাকি আপনি প্রাণী ভালবাসেন? নাকি অন্য কোন কারনে?
২। কি ধরণের প্রানী আপনার পছন্দ? আপনি কি পাখি পছন্দ করেন? নাকি আপনার ককুর/বিড়াল পছন্দ? নাকি অন্য কোন প্রানী?
৩। আপনি কি জানেন আপনার বা আপনার পরিবারের অন্য কারও কোন ধরণের এলার্জি আছে কিনা যা পোষা জন্তুর সংস্পর্শে এলে বেরে যাওয়ার আশঙ্কা আছে?
৪। আপনার পোষা প্রানীটির দেখাশুনা করার মত পর্যাপ্ত সময় কি আপনার আছে? আপনি কি তার দায়ভার নেয়ার জন্য প্রস্তুত? আপনার পোষা প্রানীটির খাদ্য, বাসস্থান ও চিকিৎসার জন্য যে পরিমাণ আর্থিক সামর্থ্য থাকা দরকার তা কি আপনার আছে?
৫। আপনি যে প্রাণীটির কথা ভাবছেন তার সম্পর্কে বিস্তারিত জানুন। যারা ইতঃমধ্যে অনেক দিন ধরে এই প্রাণীটি লালন পালন করছেন তাদের সাথে আলাপ করুন। এটির জীবনচক্র, খাবার, অসুখ-বিশুখ, আচার-আচরণ, , প্রজনন ও বাসস্থানের ব্যাপারে পড়াশুনা করুন।
৬। কোথা থেকে আপনি আপনার পছন্দের প্রাণীটি সংগ্রহ করবেন সে ব্যাপারে সিন্ধান্ত নিন। প্রাণীর দোকান থেকে সংগ্রহ করার থেকে পরিচিত ব্রিডারের কাছ থেকে সংগ্রহ করা উত্তম। এই ব্যাপারে অভিজ্ঞ লোকের সাহায্য নিন।
- কুকুর ছানা (Puppy)
- বিড়াল (Cat)
- লাভ বার্ড (Love Bird)
- বাজেরিগার (Budgerigar)
মনে রাখবেন আপনি একটি প্রানী এডপ্ট(adopt) করছেন। কোন জড় বস্তু না। একটি প্রাণী লালন পালন করার জন্য তার প্রতি আপনার ভালবাসা থাকতে হবে, তার সকল দায়ভার আপনাকে নিতে হবে। যদি ঠিকভাবে তা করতে পারেন দেখবেন এই প্রাণীটিই আপনার একনিষ্ঠ ভক্ত হয়ে গেছে যে কিনা আপনাকে ভালবাসবে, আপনার একাকীত্ব দূর করবে, আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্যর উন্নতিতে সাহায্য করবে।




Recent Comments