বাজেরিগার, ককাটেল, লাভ বার্ড, টিয়া, রোজেলা(Rosella), কনূর(Conure), আফ্রিকান গ্রে প্যারট(Grey Parrot) প্রভৃতি পাখির প্রতিদিনের খাবার তালিকাঃ
[starlist]
: পাখির প্রতিদিনের খাবার –
১| সীডমিক্স
২| যেকোনো ১টি শাক / পাতা : পালং / কলমি /পুদিনাপাতা / সজনেপাতা / নিমপাতা / লালশাক / ধনেপাতাইত্যাদি
৩| যেকোনো ১টি সবজি : এসপারাগাস/ ব্রকোলি/ বরবটি/বাধা কপি/মিষ্টি কুমড়া/ ঝিঙ্গা / চিচিঙ্গা/শসা/সজনে ডাটা /মটরশুটি/সীম/ সীম এর বিচি/ কাচা পেপে/ পটল/ ঢেঁড়শ
৪| যেকোনো ১টি ফল:আপেল / স্ট্রবেরি/ ফুটি / তরমুজ/ পেপে/ নাশপাতি/ পেয়ারা /কামরাঙ্গা/ আমড়া
৫| কাটল ফিশবোন্ (সাগরের ফেনা)
৬| ফুটানো এবং ফিল্টার করা টাটকা পানি : সকালে ১ বার & সন্ধায় ১ বার বদলে দিবেন
৭| সজনে পাতা – সাপ্তাহিক 2 দিন (এতেপ্রচুরপরিমানেক্যালসিয়াম , প্রোটিন, সবরকমেরভিটামিনওমিনারেলআছে)
৮| অঙ্কুরিতবীজ – সাপ্তাহিক ২ দিন
৯|সেদ্ধবুটের ডাল – সাপ্তাহিক২দিন
১0|শুকনোকুমড়োবীজ – সাপ্তাহিক২দিন
১১|ঘৃতকুমারীটুকরা – সাপ্তাহিক২দিন
১২| সপ্তাহে ১ বার অথবা চিকিত্সার প্রয়োজন অনুযায়ী – তুলসীদ্রবণ (ঠান্ডায়), aloe vera/ঘৃতকুমারীদ্রবণ (গরমে, হজম & পালকের সমস্যায়)| সকাল থেকে ৬ ঘন্টা রেখে এরপর বদলে দিয়ে সাধারণ পানি দিবেন|
*শাক সবজি ফল দেয়ার আগে সবসময় বড়একবাটি পানিতে ভালমত ডলে ধুবেন ৩ বার|
*ফল দেয়ার আগে বিচি ফেলে দিবেন|
[/starlist]
- এসপারাগাস (বাংলায় শতমূলী)
- ব্রকোলি
- গাজর
- বরবটি
- সবুজ শাক সবজি (বাধা কপি, পালং শাক, কলমি শাক, লেটুস পাতা প্রভৃতি)
- মটর
- মরিচ(যেকোনো রঙ সবুজ কিংবা লাল)
- মিষ্টি কুমড়া
- ঝিঙ্গা / চিচিঙ্গা
- শসা
[/checklist]
- আপেল
- কলা
- জাম জাতীয় রসালো ফল(ব্ল্যাক বেরি/ কালো জাম , ব্লুবেরি,ক্রানবেরি,রাজবেরি,স্ট্রবেরি)
- ফুটি / খরমুজ
- চেরি ফল
- আঙ্গুর
- লেবু
- আম
- তরমুজ
- কমলা
- পেপে
- পিচ
- নাশপাতি
- পেয়ারা
[/checklist]
আর্টিকেল টি লিখেছেন: সিফাত ই রাব্বানী
অনুবাদকঃ মাহবুব শাহরিয়ার
আমার একটা টিয়াপাখি আছে কি ভাবো পোষ মানাব?
ভাইয়া আপনার কাছে যে টিয়া পাখিটি আছে ওটা কি দেশি টিয়ে? যদি দেশি টিয়ে হয় তাহলে আমি আপনাকে অনুরোধ করবো পাখিটি ছেড়ে দিতে। কারন বনের পাখি খাঁচায় বাঁচানো কষ্টকর আর এটা আইনত দণ্ডনীয় অপরাধ। এর থেকে খাঁচার পাখি (মানে যে সব পাখির জন্ম খাচাতেই যেমন বাজেরিগার, ককাটিয়েল, লাভবার্ড, ফিঞ্চ, ডায়মন্ড ডোভ ইত্যাদি) পালুন। এগুলা খাঁচায় লালন পালন করা অথবা পোষ মানানো সহজ। ধন্যবাদ।
via ami ekjora budherigur adult suna kinsi.plz ektu blben ki ogulo adult ki na kamne bujbo?
ভাই শাক সবজি এবং ফলমুল গুলো কি সব এক সংঙ্গে কেটে পাখিকে খেতে দেওয়া যায়, শাক সবজি যেদিন দিলাম সেদিন সব ধরনের শাক শবজি গুলো এক সংগে দিলাম আবার ফলমুল যেদিন দিলাম সব এক সংগে দিলাম। যানাবেন।
হা দিতে পারেন।
পাখির মলদ্বার ফুলে গেলে তার চিকিৎসা করব কিভাবে?
How to take care turquoisine bird