নিমের দ্রবনঃ
১০ টি নিম পাতা ভালো করে ধুয়ে ১ লিটার পরিমাণ ফুটন্ত গরম পানিতে ছেড়ে দিন। এর পরে পাত্রটি ঢাকনি দিয়ে ঢেকে ১৫-২০ মিনিট ধরে হালকা
আঁচে সিদ্ধ করুন। পানির রঙ হালকা সবুজাভ বাদামী হলে পাত্রটি চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢাকা অবস্থায় ঠাণ্ডা হতে দিন। পাখিকে গোসলের জন্য এই পানিটা পাখির গায়ে স্প্রে করে অথবা গোসলের পাত্রে দিতে পারেন। এছাড়াও ১ কাপ পরিমাণ দ্রবণের সাথে চা চামচের চার (৪) ভাগের এক (১) ভাগ মধু মিশিয়ে খেতে দিতে পারেন।
নিমের উপকারিতাঃ
১। নিমের দ্রবন উৎকৃষ্ট কৃমি ও জিবানুনাশক। পাখির কৃমি হলে পাখিকে টানা তিন দিন নিমের দ্রবণ খেতে দিন। (দিনের বেলায় নিমের দ্রবণ, বিকাল বেলায় সাধারণ খাবারে পানি)
২। পাখির শরীরের উকুন/পোকা ধ্বংস করতে নিম সিদ্ধ পানি পাখির গায়ে স্পে করুন অথবা গোসলের পাত্রে দিন টানা এক সপ্তাহ (এক দিন পর পর)।
৩। নিম পাখির শরীরে যেকোনো ক্ষতঃস্থানে ইনফেকশন রোধ করতে সাহায্য করে। নিমকে বলা হয় প্রাকৃতিক এন্টিসেপ্টিক।
৪। পাখির খাঁচায় পাখির বসার জন্য নিমের ডাল ব্যবহার এবং সপ্তাহে একদিন কাঁচা নিমপাতা পাখিকে খেতে দিতে পারেন। এতে পাখি জীবাণুমুক্ত ও সুস্থ থাকবে।
khubi upokari post
ধন্যবাদ 🙂
ফ্লু তে আক্রান্ত বিড়াল ছানাকে নিম পাতার
রস খাওয়ালে কি কোন উপকার হতে পারে? বা বিড়ালের ক্রিমিতে নিম কি উপকারী?
দেরিতে রিপ্লাই করার জন্য দুঃখিত। এই পোস্ট তি পড়ে দেখতে পারেন।
https://petloversbd.com/2025/01/318
বিড়াল এর জন্য নিম রিকমেন্ডেড না।