আগামী ২৮ আগস্ট বাজরীগার সোসাইটি অব বাংলাদেশ ( বিএসবি ) আয়োজন করছে “মিস বাজরীগার প্রতিযোগিতা ২০১৩” । মিরপুর – ২ এ অবস্থিত ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় কে প্রতিযোগিতার স্থান হিসাবে নির্বাচন করা হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষিণীও সব পুরস্কার। প্রথম পুরস্কার ৭” ট্যাব, ২য় পুরস্কার ১ টি টাচ স্ক্রিন মোবাইল ফোন, ৩য় পুরস্কার ১টি মাল্টিমিডিয়া মোবাইল ফোন সহ মোট ১০ টি পুরস্কার। প্রতিযোগিতাটি সবার জন্য উন্মুক্ত। মিনি হবি জু, দোকান – ২৫, কাঁটাবন, ব্রিডার্স চয়েস, ১৫ শাহ স্মৃতি মার্কেট, মিরপুর ১, শিবচর একুরিয়াম, টাউন হল মার্কেট, মোহাম্মদপুর, নূর সুইটমিট, টঙ্গি বাসস্ট্যান্ড এ প্রতিযোগিতার এন্ট্রি ফর্ম পাওয়া যাচ্ছে। প্রতিটি ফর্মের মূল্য ৫০ টাকা।
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী
[checklist]
- মিউটেশনঃ যেকোনো নরমাল মিউটেশন এর ফিমেল (ইংলিশ, বাংলিশ, ক্রেস্টেড, ব্যাক ফ্রিল্ড, শঙ্কর/ক্রস ব্যতীত)
- বয়সঃ কমপক্ষে ৬ মাস
- খাচার মাপঃ ১২-১৮-১৪ অথবা ১২-১০-১২
- এন্ট্রি ফর্মঃ প্রতিটি পাখির জন্য একটি ফর্ম সংগ্রহ করতে হবে।
[/checklist]
এন্ট্রি ফর্ম সংক্রান্ত যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন হীরাঃ ০১৮৩৮৭৪৯৮৪৮
অন্য যে কোন প্রয়োজনে যোগাযোগ করতে পারেনঃ সুলতানঃ ০১৯১৪০৩১০৬৮, গালিবঃ ০১৬১১৭৮৪৮৫৫, বাবুঃ ০১৬৭৪৭৫০৩১৩
অথবা চোখ রাখুনঃ https://www.facebook.com/groups/BSBangla/
Recent Comments