আগামী ২৯ আগস্ট ঢাকার বনানীতে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পোষা প্রাণী প্রদর্শনী। banglamail24.com এ প্রকাশিত খবরটি নিম্নে দেয়া হল। মেলা বিষয়ে বিস্তারিত জানান জন্য ভিজিট করুন www.facebook.com/theanimalcare.petshow অথবা ফোন করুন ০১৮৩৮০০৩০২১ মোবাইল নম্বরে ।
সূত্র বাংলামেইল২৪ডটকম: পোষ্য ও বন্য পশু-পাখিদের অধিকার নিশ্চিতকরণ ও জনসচেতনতার লক্ষ্যে ইমপ্লিস্টি মিডিয়া অ্যান্ড কমিনিকেশনস লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পোষা প্রাণী প্রদর্শনী ‘দ্য অ্যানিমেল রাইট অ্যান্ড পেট শো ইন বাংলাদেশ-২০১৩’।
আগামী ২৯ আগস্টে রাজধানীর বনানী মাঠে এই প্রদর্শনী শুরু হবে। চলবে ৩১ আগস্ট পর্যন্ত। তিন দিনব্যাপী এই প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পযর্ন্ত দর্শক এবং অংশগ্রহণকারীদের জন্য উন্মুক্ত থাকবে।
২৯ আগস্ট সকাল ১০টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। এসময় এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একই মন্ত্রাণালয়ের সচিব, প্রাণী ও মৎস অধিদপ্তরের নির্বাহী পরিচালকরা।
আয়োজকরা জানান, পোষ্য ও বন্য পশু-পাখিদের অধিকার নিশ্চিতকরণ সঠিক পরিচর্যা, মানোন্নয়ন-তথা ব্যক্তিগত পশু-পাখি মালিক ও পশু খাদ্য প্রস্তুতকারক/আমদানীকারক ও বিক্রেতাদের উৎসাহিত করা এবং পোষা প্রাণীদের অধিকার রক্ষায় জনসচেতনতার সৃষ্টি করাই এই প্রদর্শনীর মুখ্য উদ্দেশ্য।
প্রদর্শনীতে পোষ্য পশু-পাখিদের অধিকার- খাদ্য, মান উন্নয়ন, সঠিক পরিচর্চা, সংরক্ষণ ও চিকিৎসা বিষয়ক বিভিন্ন কর্মশালা এবং প্রতিদিন পশু-পাখি বিষয়ক আকর্ষণীয় বিভিন্ন মুভি/ডকুমেন্টরি মাল্টিমিডিয়ায় প্রদর্শিত হবে।
প্রদর্শনীতে সব ধরনের পোষা পাখি, পোষা বিড়াল, পোষা কুকুর প্রদর্শন করা হবে।
এছাড়া এতে অংশ নেবে- একুরিয়াম মাছ আমদানি কারক ও বিক্রয়কারী প্রতিষ্ঠান, পেট সোসাইটি/ হবি ক্লাব (প্রাইভেট বিশ্ববিদ্যালয়), প্রাণী অধিকার নিয়ে কাজ করছে এ ধরনের প্রতিষ্ঠান, পশু-পাখিদের খাদ্য ও ওষুধ আমদানিকারক ও প্রস্তুতকারী প্রতিষ্ঠান, প্রাণী খাদ্য ও ওষুধ রপ্তানিকারক বিক্রেতা, পোষা পাখি বিশেষজ্ঞ এবং ভেটেনারি চিকিৎসকসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
প্রদর্শনীর মিডিয়া ও অন্য পার্টনার হিসেবে থাকবে- দৈনিক বণিক বার্তা, দি নিউ এজ, ঢাকা এফএম ৯০.৪, আমরা নেটওর্য়াক, আরটিভি, প্রগতি ইনস্যুরেন্স কো. লি.।
প্রদর্শনীতে অংশ নিতে উচ্ছুকরা বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারেন contact@implicitgroup.co.uk এই ঠিকানায়।
Recent Comments