আগামী ৬ জুন, ২০১৪ বাজেরিগার সোসাইটি অফ বাংলাদেশ ( বি এস বি ) আয়োজন করতে যাচ্ছে  বাজেরিগার প্রতিযোগিতা “মিস্টার স্প্যাঙ্গেল ২০১৪”। স্প্যাঙ্গেল বাজেরিগার পাখির একটি মিউটেশনের নাম। যে কোন পুরুষ সিঙ্গেল ফ্যাক্টর স্প্যাঙ্গেল (Single Factor Spangle) পাখি নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে। প্রতিযোগিতার প্রথম পুরুস্কার হিসেবে থাকছে একটি সিম্ফনি স্মার্ট ফোন এছাড়াও আরও ৯ টি আকর্ষণীয় পুরুস্কার। প্রতিযোগিতার বিস্তারিতঃ

তারিখঃ ৬ জুন, ২০১৪

ভেন্যুঃ মুক্তিযোদ্ধা ভবন, কলেজ গেট, মোহাম্মাদপুর মোঃপুর, ঢাকা

মিউটেশনঃ যে কোনো পুরুষ সিঙ্গেল ফ্যাক্টর স্প্যাঙ্গেল (Single Factor Spangle) পাখি।

খাঁচার বিবরনঃ  মাপ ১২-১৮-১৪ অথবা ১২-১০-১২, খাঁচায় কোন খেলনা দেয়া যাবে না। শুধু মাত্র ১ টি বসার লাঠি, ১ টি পানির পাত্র এবং ১ টি খাবারের পাত্র।

বয়সঃ কমপক্ষে ৫ মাস

রেজিস্ট্রেশনঃ প্রতিটি ফর্মের মূল্য ২০ টাকা। প্রাপ্তিস্থানঃ ২৫, কাঁটাবন, ব্রিডার্স চয়েস, ১৫ শাহ স্মৃতি মার্কেট, মিরপুর ১, ৬০ বঙ্গবাজার নিমতলি। প্রতিটি পাখির জন্য একটি ফর্ম সংগ্রহ করতে হবে এবং একজন সর্বাধিক ৫ টি ফর্ম সংগ্রহ করতে পারবেন। এছাড়াও প্রতিযোগিতার দিনেও ফর্ম সংগ্রহ করে রেজিস্ট্রেশন করা যাবে।

বিজয়ীঃ  প্রতিযোগিতা চলাকালীন সময়ে সম্মানিত বিচারকগনের প্রদত্ত নম্বরের ভিত্তিতে ১০ জন কে পুরস্কৃত করা হবে।

এছাড়াও ওই দিন বিভিন্ন পোষা পাখির প্রদর্শনী অনুষ্ঠিত হবে যা কিনা সবার জন্য উন্মুক্ত

বিস্তারিত জানতে ফোন করতে পারেনঃ  সুলতান বাবু  01914031068  অথবা জাহিন হকঃ 01924554322